Durga Pujo : আগামী বছরও পুজো অক্টোবরেই, একনজরে দেখে নিন দিনক্ষণ

আজ দশমী। মায়ের বিদায়ের দিনে রাজ্যে বিষাদের ছায়া। উমার জন্য আবার এক বছরের প্রতীক্ষা। আগামী বছরও দুর্গোৎসব অক্টোবরেই। আসুন একনজরে দেখে নিই আগামী বছরের দিনক্ষণ।

২৫ সেপ্টেম্বর (রবিবার) মহালয়া। এরপর ৩০ সেপ্টেম্বর পঞ্চমী।
ষষ্ঠী ১ অক্টোবর (শনিবার)। অর্থাৎ মায়ের বোধন, আমন্ত্রণ, চক্ষুদান ওই দিনেই।

২ অক্টোবর (রবিবার) সপ্তমী। একই দিনে গান্ধী জয়ন্তীও। এই বছর পুজোর ছুটি পুরোপুরি উপভোগ করলেও, আগামী বছর তা হচ্ছে না। রবিবার ছুটির দিন। তার ওপর গান্ধীজির জন্মদিন। অর্থাৎ ৩টি ছুটি থেকে বঞ্চিত হলেন সরকারি কর্মীরা।

৩ অক্টোবর (সোমবার) মহাঅষ্টমী। উৎসবের দিনগুলিতে অঞ্জলির কারণে এই দিনটি বিশেষ গুরুত্ব পেয়ে থাকে।

৪ অক্টোবর, মঙ্গলবার নবমী। এই দিন থেকেই মায়ের বিদায়ের প্রহর গোনা শুরু হয়ে যায়।

পরদিন অর্থাৎ ৫ অক্টোবর বুধবার দশমী। সন্তানদের নিয়ে সেদিন কৈলাশে ফিরে যান দেবী দুর্গা।

Previous articleমনমোহন সিং ভালোই রয়েছেন, অবস্থার উন্নতি ঘটছে : এইমস
Next article‘আমিই ফুল-টাইম সভাপতি’, বিক্ষুব্ধদের বার্তা সোনিয়ার, ফেরার ইঙ্গিত রাহুলের