হোমদেশমনমোহন সিং ভালোই রয়েছেন, অবস্থার উন্নতি ঘটছে : এইমস

মনমোহন সিং ভালোই রয়েছেন, অবস্থার উন্নতি ঘটছে : এইমস

মনমোহন সিং ভালোই রয়েছেন, অবস্থার উন্নতি ঘটছে : এইমস

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি ঘটছে। চিকিৎসায় তিনি ভালো সাড়া দিচ্ছেন। এইমস সূত্রে জানা গেছে, তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।

জ্বর এবং শারীরিক দুর্বলতা নিয়ে বুধবার এইমসে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই হাসপাতালে একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন নীতীশ নায়েকের নেতৃত্বে গঠিত একটি চিকিৎসক দল।

মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান।

এর মধ্যেই বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে ওয়ার্ডে ঢোকায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন মনমোহনের কন্যা দমনদীপ সিং। তিনি অভিযোগ করেন, “আমার মা বারবার ওই ফটোগ্রাফারকে চলে যাওয়ার কথা বললেও, তাঁকে উপেক্ষা করা হয়।”

তাঁর কথায়, “আমার বাবা-মা দুজনেই প্রবীণ নাগরিক। তাঁরা চিড়িয়াখানার জন্তু নন।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img