কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ১০০ ছাত্রছাত্রীর সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নিয়েছে Students Health হোম। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অধ্যাপক ডাঃ স্বরাজ হালদার, কেন্দ্রীয় হোমের প্রাক্তন কোষাধ্যক্ষ ধীরেন শূর, হোমের নার্সিং উপদেষ্টা রেবা মুখার্জি, তাঁর স্বামী দীপক মুখার্জি, ডাঃ ঝর্ণা দে এবং ডাঃ শতাব্দী মিত্র কুড়ি হাজার করে দান করেন।
স্টুডেন্টস হেলথ হোমের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে (২ সেপ্টেম্বর) পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সুকান্তের বর্ষব্যাপী জন্মশতবর্ষ উদযাপনের সূচনা হয়। এরপর এক রক্তদান শিবিরে বাম নেতা বিমান বসু হোমের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন। বিকেলে “আবার কেন ফিরছে রানার” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক দেবাশিস চক্রবর্তী।