হোমঅন্যান্যHDFC ব্যাঙ্কের 'পরিবর্তন' পশ্চিমবঙ্গে পাঁচ বছর পূর্ণ করলো

HDFC ব্যাঙ্কের ‘পরিবর্তন’ পশ্চিমবঙ্গে পাঁচ বছর পূর্ণ করলো

HDFC ব্যাঙ্কের ‘পরিবর্তন’ পশ্চিমবঙ্গে পাঁচ বছর পূর্ণ করলো

ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC-র সিএসআর উদ্যোগ “পরিবর্তন” পশ্চিমবঙ্গে পাঁচ বছর পূর্ণ করেছে। এই সময় পরিবর্তন ১৭,০০০-এরও বেশি পরিবারের কাছে পৌঁছে গিয়েছে।

২০১৯ সালে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন’-এর যাত্রা শুরু হয়েছিল।  পরিবর্তন কর্মসূচি পাঁচটি মূল ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হয়। এগুলি হল – গ্রামীণ উন্নয়ন, শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন ও জীবিকা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিধি এবং আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তি।

বুধবার এক সাংবাদিক বৈঠকে HDFC ব্যাঙ্কের CSR প্রধান নুসরত পাঠান ও কলকাতার আঞ্চলিক প্রধান মিনু বিশ্বাস জানান, পরিবর্তনের সামগ্রিক কর্মকাণ্ড পশ্চিমবঙ্গের ১১টি জেলায় ছড়িয়ে রয়েছে। এগুলি হল – পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, দক্ষিণ দিনাজপুর এবং নদীয়া।

তাঁরা বলেন, কৃষকদের জীবনের মানোন্নয়নে চারটি জেলা এবং ১৭টি ব্লকে স্ত্রী প্রকল্প (সোশ্যাল অ্যান্ড ট্রান্সফরমেটিভ রুরাল ইকোনমিক এমপাওয়ারমেন্ট) রূপায়িত করা হচ্ছে। অন্যান্য আয়ের উন্নয়ন সহায়তার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে অতিরিক্ত ৬৬,০০০ কৃষক উপকৃত হচ্ছেন।

সুন্দরবনের দুর্যোগ প্রবণ সাগর দ্বীপের ১৫টি গ্রামে সামগ্রিক গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ৪০০০-এরও বেশি পরিবার উপকৃত হয়েছে পূনর্নবীকরণযোগ্য শক্তি, স্মার্ট স্কুল পরিকাঠামো, পরিশ্রুত পানীয় জল, উপকূলীয় ভূমি পুনরুদ্ধার ইত্যাদির মাধ্যমে।

HDFC ব্যাঙ্কের সিএসআর প্রধান, নুসরত পাঠান, বলেন, “তৃণমূল স্তরে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করে সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে মনোনিবেশ করে থাকি। আমরা পশ্চিমবঙ্গে এই লক্ষ্যমাত্রা  অর্জনের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছি। আমরা জীবিকা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং সম্প্রদায়ের কল্যাণে মনোনিবেশ করে টেকসই উন্নয়ন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

HDFC ব্যাঙ্ক, ২০২৪ অর্থবছরের শেষে দেশের শীর্ষ CSR ব্যয়কারীদের মধ্যে অন্যতম । ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত, ব্যাঙ্কটি সারা দেশে CSR উদ্যোগগুলিতে ৯৪৫.৩১ কোটি টাকা ব্যয় করেছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img