হোমঅন্যান্যঅত বড় মাপের মানুষ হয়েও ছিলেন মাটির কাছাকাছি

অত বড় মাপের মানুষ হয়েও ছিলেন মাটির কাছাকাছি

অত বড় মাপের মানুষ হয়েও ছিলেন মাটির কাছাকাছি

শ্যামল ব্যানার্জি, সঙ্গীত শিল্পী

অসাধারণ এবং সবার নয়নের মণি, অনবদ্য কন্ঠস্বরের অধিকারী শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়য়ের জীবনের শেষ প্রান্তে আমি অল্প কিছু দিনের জন্য তাঁকে খুব কাছ থেকে পেয়েছিলাম।

অত বড় মাপের মানুষ অথচ মাটির মানুষ ছিলেন। ওঁনার জীবনের শেষ ক্যাসেট/অ্যালবাম ছিল বাবা লোকনাথের গান। সেই ক্যাসেটে আটটি গান ছিল। চারটি সুর করেছিলেন প্রখ্যাত বেহালা বাদক সমীর শীল, চারটি অধম আমি। এটা বার করেছিলেন তেঘরিয়া লোকনাথ মন্দির কর্তৃপক্ষ।

রেকর্ডিং চলাকালীন এবং অন্য সময়ে দেখতে এবং বুঝতে পেরেছিলাম, শুধু বড় মাপের শিল্পী নন, অনেক বড় মনের মানুষও ছিলেন। বুঝেছিলাম, কেন তিনি এত জনপ্রিয়।

শুধু বাঙালি নয়, সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষ চিরকাল মনে রাখবেন হেমন্ত মুখোপাধ্যায়ের নাম সফল গায়ক এবং সুরকার হিসেবে। উনি অমর থাকবেন সবার হৃদয় জুড়ে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img