হোমসাহিত্য-সংস্কৃতিসাবর্ণ রায় চৌধুরীদের বংশধরের দৃষ্টিতে পরিবারের ইতিহাস

সাবর্ণ রায় চৌধুরীদের বংশধরের দৃষ্টিতে পরিবারের ইতিহাস

সাবর্ণ রায় চৌধুরীদের বংশধরের দৃষ্টিতে পরিবারের ইতিহাস

অয়ন বোসু: আমাদের প্রাণের শহর কলকাতার আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের দীর্ঘ ইতিহাস। আর কলকাতার নাম উচ্চারিত হলে যে পরিবারের নাম সবার আগে আসে, তা হল, সাবর্ণ রায় চৌধুরী পরিবার। আর সেই রায় চৌধুরী পরিবারের ৩৬তম বংশধর সংক্ষেপে লিখলেন তাঁর বংশের ইতিহাস। আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪৭৬ নং স্টলে পাওয়া যাচ্ছে শুভদীপের লেখা ‘সাবর্ণ ইতিকথা’ বইটি।

শুভদীপ রায় চৌধুরীর পারিবারিক পরিচয় হল, তিনি কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠাতা সন্তোষ রায় চৌধুরী এবং মা চণ্ডীর উপাসক মহেশচন্দ্র রায় চৌধুরীর বংশধর। স্কটিশচার্চ কলেজ থেকে ইতিহাস নিয়ে পড়ার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পরবর্তীকালে কলকাতার ইতিহাস নিয়ে প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রে দীর্ঘদিন গবেষণা করেন। এর আগে বনেদি কলকাতার দুর্গোৎসব নামেই এক বই লিখেছিলেন তিনি। এবার লিখলেন নিজের পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস।

তাঁর নতুন বইটি প্রসঙ্গে শুভদীপ বললেন, পরিবারের দীর্ঘ ইতিহাস লেখার ইচ্ছে থাকলেও, সময়ের অভাবে তা সংক্ষেপে লিখেছেন। তবে খুব শীঘ্রই সম্পূর্ণ ইতিহাস লেখার কাজে হাত দেবেন বলে জানিয়েছেন তিনি। বইটি তিনি উৎসর্গ করেছেন তাঁর পরমগুরু সাধক বাসুদেব পরমহংসের শ্রীচরণে। বইটিতে কলিকাতার ইতিহাসের পাশাপাশি, কালীঘাট মন্দিরের ইতিহাস, সাবর্ণদের প্রতিষ্ঠিত বহু মন্দিরের মধ্যে কয়েকটির ইতিহাস রয়েছে। এছাড়া এই বংশের বহু সুসন্তানদের কীর্তির কথাও তুলে ধরা হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img