হোমPlot1হাওড়ায় ভাগাড়ে ধস, প্রশাসনিক অদূরদর্শিতাকে দুষছেন পরিবেশবিদরা

হাওড়ায় ভাগাড়ে ধস, প্রশাসনিক অদূরদর্শিতাকে দুষছেন পরিবেশবিদরা

হাওড়ায় ভাগাড়ে ধস, প্রশাসনিক অদূরদর্শিতাকে দুষছেন পরিবেশবিদরা

হাওড়ার বেলগাছিয়ায় জলের সঙ্কট আপাতত মিটলেও, বাসিন্দাদের এখনও তাড়া করে ফিরছে ধসের আতঙ্ক। বেলগাছিয়ায় বহু বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কে বহু বাসিন্দা ঘরছাড়া। বেলগাছিয়ার এই পরিস্থিতির জন্য প্রশাসনিক গাফিলতি ও অদূরদর্শিতার দিকেই আঙুল তুলছেন পরিবেশবিদরা।

পরিবেশ-প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ বলেন, বর্জ্য ফেলার আগে সেখানকার ভূ-প্রযুক্তিগত ও পরিবেশগত ভারসাম্য এবং স্থানীয় আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করা হয়নি।

তাঁর কথায়, নির্মাণ ও পরিচালনা সহজতর করা এবং ক্ষয় ও জলাবদ্ধতা রোধ করার জন্য মৃদু ঢালযুক্ত একটি স্থান বেছে নেওয়া উচিত ছিল। এক্ষেত্রে তা করা হয়নি। ল্যান্ডফিল নির্মাণে মাটির উপযুক্ততা মূল্যায়ন করার জন্য মাটি, শিলার ধরন ও  স্তরবিন্যাস বিবেচনা করা হয়নি।

সোমেন্দ্র মোহনবাবু বলেন, জনবহুল এলাকা থেকে যথেষ্ট দূরত্ব রেখেই এই ভাগাড় করা উচিত ছিল। বর্জ্য বাছাই, পুনর্ব্যবহার এবং কম্পোস্ট তৈরির জন্য অবকাঠামোর গড়ে  তোলা হয়নি। এই সব কারণে সেখানে এই বিপর্যয় নেমে এসেছে বলে মনে করেন তিনি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img