হোমঅন্যান্যICAI : গঠিত হল পূর্ব ভারতের ২৪তম আঞ্চলিক কাউন্সিল

ICAI : গঠিত হল পূর্ব ভারতের ২৪তম আঞ্চলিক কাউন্সিল

ICAI : গঠিত হল পূর্ব ভারতের ২৪তম আঞ্চলিক কাউন্সিল

2022-23 বর্ষের জন্য দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI)-এর ২৪তম আঞ্চলিক কাউন্সিল গঠিত হল। নতুন কাউন্সিলের সভাপতি হয়েছেন আসামের শিলচরের রবি কুমার পাটোয়া।

কাউন্সিলের সদস্যদের মধ্যে বাংলা থেকে রয়েছেন দেবায়ন পাত্র (ভাইস চেয়ারম্যান), সঞ্জীব সংঘী, সচিব, বিষ্ণু কুমার তুলস্যান (কোষাধ্যক্ষ), ময়ূর আগরওয়াল।

কাউন্সিলের অন্যান্য সদস্যরা হলেন, দেবাশিস মিত্র (সভাপতি, ICAI), সুশীল কুমার গয়াল (কাউন্সিল সদস্য, ICAI), রঞ্জিত কুমার আগরওয়াল (কাউন্সিল সদস্য, ICAI)।

কলকাতার এক হোটেলে বৃহস্পতিবার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার ২৪তম পূর্বাঞ্চলীয় কাউন্সিল গঠিত হয়। অনুষ্ঠানে ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিলের স্টাডি সার্কেল, স্টাডি গ্রুপ এবং চ্যাপ্টার-এর প্রতিনিধি এবং বহু সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল পুরস্কার 2021, EIRC-এর শাখা এবং ছাত্র সমিতিকে 2021 সালের ইনস্টিটিউটের কার্যক্রমে তাঁদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img