কোম্পানি সেক্রেটারি পাশ করা ছাত্রছাত্রীদের কর্মজগতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ ক্রমশ বাড়ছে। এমনটাই দাবি করেছেন The Institute of Company Secretaries of India(ICSI)-এর প্রেসিডেন্ট নগেন্দ্র ডি রাও। তাঁর কথায়, যাঁরা এই কোর্স পাশ করছেন, তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারেন, কিংবা কোনও সংস্থার সঙ্গেও যুক্ত হতে পারেন।
তিনি জানান, যুগের চাহিদার সঙ্গে তাল রাখতে বিভিন্ন ধরনের আধুনিক পাঠক্রম চালু করা হয়েছে। শনিবার কলকাতায় আইসিএসআই-এর পূর্বাঞ্চলের সমাবর্তন অনুষ্ঠিত হয়। তারপর এক সাংবাদিক বৈঠকে নগেন্দ্র রাও জানান, বর্তমানে ভারতে আইসিএসআই-এর ৬৬ হাজার সদস্য রয়েছেন। পশ্চিমবঙ্গে এই সংখ্যা হল ৪০৫৩ জন।
সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন, আইসিএসআই-এর ভাইস প্রেসিডেন্ট দেবেন্দ্র ডি দেশপাণ্ডে (Devendra D Deshpande), Eastern Indian Regional Council-এর চেয়ারম্যান সুধীর কুমার বান্থিয়া (Sudhir Kr Banthiya), এবং আইসিএসআই-এর সচিব আশিস মোহন (Ashish Mohan)
সমাবর্তন অনুষ্ঠানে পূর্বাঞ্চলের ১৬৬ জন অ্যাসোসিয়েট সদস্য এবং ২৮ জন ফেলো সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়।