হোমঅন্যান্যICSI: কলকাতায় কর্পোরেট CS-দের পঞ্চম জাতীয় সম্মেলন

ICSI: কলকাতায় কর্পোরেট CS-দের পঞ্চম জাতীয় সম্মেলন

ICSI: কলকাতায় কর্পোরেট CS-দের পঞ্চম জাতীয় সম্মেলন

কলকাতায় হয়ে গেল  Institute of Company Secretaries of India (ICSI)-র কর্পোরেট কোম্পানি সেক্রেটারিদের পঞ্চম জাতীয় সম্মেলন। এবারের সম্মেলনে আলোচ্য বিষয় ছিল, Corporate CS: Transforming Governance for Viksit Bharat.

১৯ জুলাই এই সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক বিবেক গুপ্ত। কর্পোরেট জগতে কোম্পানি সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন শ্রীগুপ্ত।  তিনি বলেন, আজকের দুনিয়ায় কোম্পানি পরিচালনার ক্ষেত্রে সিএস-দের ভূমিকা এক নতুন মাত্রা পেয়েছে।

ICSI-এর প্রেসিডেন্ট বি নরসিমহান বিকশিত ভারতের অধীনে প্রাণবন্ত ভারত নির্মাণে কোম্পানি সেক্রেটারিদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সুশাসনের সংস্কৃতি এবং দক্ষ পেশাদার গড়ে তুলতে আইসিএসআই অঙ্গীকারবদ্ধ।

সম্মেলনে যোগ দেন শিল্প ও বাণিজ্য জগতের বিশিষ্ট পদাধিকারী, কর্পোরেট ডিরেক্টর, সরকারি আধিকারিক এবং অন্যান্যরা। ধন্যবাদজ্ঞাপক বক্তব্য পেশ করেন আইসিএসআই-এর সচিব আশিস মোহন।

৪-৬ সেপ্টেম্বর, ২০২৪-এ আবু ধাবিতে আইসিএসআই-এর মধ্য প্রাচ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img