দেশের রাজ্যে রাজ্যে তাপপ্রবাহ চলছে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লির মৌসম ভবন ইতিমধ্যে জানিয়েছে, ১২২ বছরের মধ্যে মার্চ মাসে দেশে এত গরম আগে কখনও পড়েনি। তবে এখনও পর্যন্ত বাংলায় গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়নি। এ বছর মার্চে গড় তাপমাত্রা ছিল ৩৩.১০ ডিগ্রি। ২০১০-এ গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি।
উত্তর, পশ্চিম, মধ্য ভারতের একাধিক রাজ্য এখন পুড়ছে। গুজরাতের ভুজে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে।
মহারাষ্ট্রে নাগপুরে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩৭ ডিগ্রির মধ্যে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, যে উচ্চচাপ বলয়ের মাধ্যমে গরম হাওয়া পৌঁছয়, তার অবস্থান আরব সাগরের দিকে রয়েছে। তাই বাংলা পর্যন্ত তাপপ্রবাহ এসে পৌঁছয়নি।
আন্দামান লাগোয়া বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ক্রমাগত ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, দক্ষিণে মেঘলা আকাশ। মার্চে বঙ্গোপসাগরের জোড়া নিম্নচাপেও জলীয় বাষ্প ঢুকেছে বাংলার অন্দরে। তাই আগামী কয়েকদিনের মধ্যেও তাপপ্রবাহের সম্ভাবনা নেই।