হোমদেশএবার নাক দিয়েও করোনার টিকা, সায় দিল ডিসিজিআই

এবার নাক দিয়েও করোনার টিকা, সায় দিল ডিসিজিআই

এবার নাক দিয়েও করোনার টিকা, সায় দিল ডিসিজিআই

আর সূঁচ ফোটাতে হবে না। এবার নাক দিয়ে টেনে করোনার টিকা নেওয়া যাবে। শুক্রবার এই ব্যাপারে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই (The Drugs Controller General of India)। তবে এখনই এটিকে প্রথম ডোজ হিসেবে প্রয়োগের ক্ষেত্রে সম্মতি মেলেনি। প্রাথমিকভাবে এই টিকাটি দেওয়া হবে বুস্টার ডোজ হিসেবে।

নাকের মাধ্যমে টিকা দেওয়া বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্তরে আলোচনা চলছিল। দেশের টিকা প্রস্তুতকারী সংস্থা হায়দরাবাদের ভারত বায়োটেক এই ব্যাপারে অনেকটা এগিয়েছে।

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন এখন ১৫ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের দেওয়ার কাজ চলছে। এবার Intranasal বা নাকের মাধ্যমে টিকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে এই সংস্থা।

কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড, এই দু’টি টিকাকে ইতিমধ্যে খোলা বাজারে বিক্রির জন্য অনুমোদন দিয়েছে ডিসিজিআই।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img