হোমঅন্যান্যজমি পেলে রাজ্যে ২ হাজার কোটির কারখানা গড়তে চায় এস এম গোষ্ঠী

জমি পেলে রাজ্যে ২ হাজার কোটির কারখানা গড়তে চায় এস এম গোষ্ঠী

জমি পেলে রাজ্যে ২ হাজার কোটির কারখানা গড়তে চায় এস এম গোষ্ঠী

জমি পেলে রাজ্যে ইস্পাত শিল্পে বড় ধরনের বিনিয়োগে আগ্রহী এস এম গোষ্ঠী। প্রকল্প অনুযায়ী লগ্নির পরিমাণ ২ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মণীশ খেমকা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে তাঁরা জমি খুঁজছেন। পছন্দমাফিক জমি পেলে তাঁরা পুরুলিয়াতেই কারখানা গড়তে চান। জমি বাছাইয়ের ক্ষেত্রে রেল ও সড়কপথে যোগাযোগ সহ অন্যান্য পরিকাঠামোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মণীশ খেমকা।

শুক্রবার “Govvinda TMT” নামে বাজারে নতুন ধরনের টিএমটি রড নিয়ে আসার কথা ঘোষণা করেন সংস্থার সিএমডি। এই উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণীশবাবু বলেন, মাসে এক লক্ষ টন টিএমটি বার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে তাঁর সংস্থা। তিনি জানান, বর্তমানে কোম্পানির বার্ষিক ব্যবসার পরিমাণ ৪৫০০ কোটিতে পৌঁছে গিয়েছে।

এস এম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ডেভেলপমেন্ট) নীলমণি সিং বলেন, নতুন কারখানা তৈরির জন্য প্রায় ৩০০ একরের মতো জমির প্রয়োজন হবে। আপাতত জমি খোঁজার কাজ চলছে। কারখানা গড়ার মতো উপযুক্ত জমি পেলে তারপর সরকারি স্তরে তাঁরা কথাবার্তা বলবেন বলে জানিয়েছেন নীলমণি সিং।

সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন এস এম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং ও সেলস) বিক্রমজিৎ সিং এবং জেনারেল ম্যানেজার (মার্কেটিং ও সেলস) অরিন্দম প্রামাণিক।

লৌহ আকরিক, কয়লা, ইস্পাত উৎপাদন, স্পঞ্জ আয়রন, টিএমটি বার ব্যবসার সঙ্গে যুক্ত দেশের অন্যতম অগ্রণী সংস্থা হল এস এম গ্রুপ। পশ্চিমবঙ্গে সংস্থার একটি কর্পোরেট অফিস থাকলেও, মূল কারখানাটি রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img