হোমরাজ্যপুরনো দামেই পাউরুটি বিক্রি, জানিয়ে দিলেন মালিকদের একাংশ

পুরনো দামেই পাউরুটি বিক্রি, জানিয়ে দিলেন মালিকদের একাংশ

পুরনো দামেই পাউরুটি বিক্রি, জানিয়ে দিলেন মালিকদের একাংশ

পাউরুটির দাম বাড়ানোর বিরুদ্ধে এবার মুখ খুললেন বেকারি মালিকদের একাংশ। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের অধীন বেকারি মালিকরা জানিয়ে দিয়েছেন, কোভিড পরিস্থিতির কথা ভেবে এই মুহূর্তে তাঁরা পাউরুটির দাম বাড়াচ্ছেন না, পুরনো দামেই তাঁরা পাউরুটি বিক্রি করবেন। ২০০ গ্রামের পাউরুটি ১২ টাকা এবং ৪০০ গ্রামের পাউরুটি ২৪ টাকাতেই তাঁরা বিক্রি করবেন।

ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের আরিফুল ইসলাম, শেখ আবু জাফর, অমিতাভ জানা প্রমুখ দাবি করেন, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাজ্যে বর্তমানে তাঁদের সংগঠনের সদস্য সংখ্যা হাজারের বেশি। তাই পাউরুটি প্রস্তুতকারী বেকারি মালিকদের মধ্যে তাঁদের সংগঠনের সদস্য সবচেয়ে বেশি।

সম্প্রতি জয়েন্ট অ্যাকশান কমিটি অফ বেকারি ওনার্স নামে একটি সংগঠনের পক্ষ থেকে ২৪ টাকার পাউরুটির দাম বাড়িয়ে ২৮ টাকা করার কথা ঘোষণা করা হয়। ৪ বছর আগে শেষবার পাউরুটির দাম বাড়ানো হয়েছিল। ইতিমধ্যে দোকানদাররা বাড়তি দামে পাউরুটি বিক্রি শুরু করে দিয়েছেন। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন। তাঁদের অভিযোগ, এর ফলে জনমানসে বিভ্রান্তি তৈরি হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img