হোমঅন্যান্যICAI : কলকাতায় সিএ ছাত্রদের ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন

ICAI : কলকাতায় সিএ ছাত্রদের ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন

ICAI : কলকাতায় সিএ ছাত্রদের ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন

কলকাতায় হয়ে গেল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস পড়ুয়াদের ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দেন দেশ-বিদেশের সাড়ে ৬ হাজারের বেশি প্রতিনিধি।

২৯ জানুয়ারি সম্মেলনের প্রথম দিনে The Institute of Chartered Accountants of India (ICAI)-র প্রেসিডেন্ট নীহার এম নাম্বুসারিয়া এক সাংবাদিক বৈঠকে জানান, “বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কোর্সের মেয়াদ সাড়ে চার বছরের। এই মেয়াদ কমানোর ব্যাপারে কথাবার্তা চলছে।” তিনি বলেন, “যুগ বদলের সঙ্গে সঙ্গে এই পাঠক্রমেও শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।”

তিনিও বলেন, “দেশ এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ এখন শুধুমাত্র ট্যাক্স আর অডিটিং-এর মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে হয়েছে প্রযুক্তিগত পরিবর্তনও। তাই ভবিষ্যতে সিএ ছাত্রদের শিক্ষাদান ব্যবস্থাও সেভাবে গড়ে তোলা প্রয়োজন”

আইসিএআই-এর ভাইস প্রেসিডেন্ট দেবাশিস মিত্র বলেন, চাকরির জগতে পেশা হিসেবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর ছাত্রছাত্রীদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। শুধু চাকরি নয়, সিএ ডিগ্রি লাভের পর কেউ চাইলে স্বাধীনভাবেও কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

প্রতি বছর এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন মিলিত হন সিএ পড়ুয়ারা এবং পেশাগত বিভিন্ন দিক নিয়ে আলাপ-আলোচনা করে থাকেন। ভারত সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে কাজ করে থাকে আইসিএআই। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ। এর সদর দফতর দিল্লিতে। এছাড়া, কলকাতা, চেন্নাই, কানপুর, মুম্বই ও নিউ দিল্লিতে ৫টি আঞ্চলিক কার্যালয়ও রয়েছে। ভারতে এর শাখা রয়েছে ১৬৪টি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img