কলকাতা একুশ

শ্যামল সান্যাল : এই কলকাতা একটা, না অনেকগুলো? কেউ ঠিকঠাক জানে কি? কোন এলাকায় কী আছে, থাকে কারা, এক কথায় কলকাতা এক জীবনেও থেকে যায় অজানা। বিচিত্র এই তিলোত্তমার মেজাজ। বিদ্রোহী, রাগী, প্রেমি, উদাসী আবেগে টগবগে, তার্কিক আর পলিটিক্স তো জেগে স্বপনে। এই কালচার নিয়েই আমাদের নতুন সিরিজ শুরু হল।

কলকাতায় কত রকমের গাড়ি চলে, লঝঝরে আর ঝিনচাক পাশাপাশি। হাতে টানা রিকশাও দিব্যি ছোটে। ট্রাম, মেট্রো, কলকাতার অহংকার।
এই সব দিনরাত্রির গল্পে ঘোটকেরও একটা রোল আছে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ওই ঘোড়ার গাড়ি মেলে। রাজাবাজারের সঙ্গে খিদিরপুর, মেটে বুরুজ এই প্রাচীন ও সুন্দর টগবগে জীব আর তাদের মালিকদের ঠিকানা।
রাজাবাজারের এক সন্ধ্যায় বহু চিত্রকরের তুলির আঁচড়ে ফুটে উঠেছে যে জীব, দেখা হল তার সঙ্গে।

Previous article৬৮ বছর পর এয়ার ইন্ডিয়ার মালিকানা ফিরে পেল টাটা গোষ্ঠী
Next articleঅসহায় পেনশনারদের সঙ্গে দেখাই করলেন না উঃ ২৪ পরগনার জেলাশাসক