হোমখেলাএপ্রিলে কলকাতায় বসছে বড় ধরনের কিক বক্সিং-এর আসর

এপ্রিলে কলকাতায় বসছে বড় ধরনের কিক বক্সিং-এর আসর

এপ্রিলে কলকাতায় বসছে বড় ধরনের কিক বক্সিং-এর আসর

এপ্রিলে কলকাতায় বসতে চলেছে জাতীয় স্তরের বড় ধরনের K-1 কিক বক্সিং এবং বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর। ৯ ও ১০ এপ্রিল, দু’দিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে।  এই প্রথম রাজ্যে এ ধরনের বক্সিং প্রতিযোগিতা হতে চলেছে।

যৌথভাবে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে ন্যাশনাল ওয়েলফেয়ার টিম (এনডব্লুটি) এবং কে-ওয়ান ইন্ডিয়া ফেডারেশন। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ন্যাশনাল ওয়েলফেয়ার টিমের সভাপতি মিলন কুমার মাজি এবং কে-ওয়ান ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজেশ মুর্মু জানান, দেশের প্রায় ২০টি রাজ্য থেকে ১০০ জনের বেশি প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে যোগ দিতে চলেছেন। অংশগ্রহণ করবেন। বিজয়ীদের জন্য থাকছে নগদ পুরস্কার। মোট চারটি বিভাগের প্রতিটিতে ১০ জন করে প্রতিযোগীকে নগদ পুরস্কার দেওয়া হবে।

তাঁরা জানান, কিক বক্সিং ও বক্সিং সম্পর্কে এই প্রজন্মের ছেলে-মেয়েদের উৎসাহিত করতে রাজ্যের জেলায় জেলায় বিনা খরচে প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে এনডব্লুটি এবং ফেডারেশন।

আত্মরক্ষার্থে কে-ওয়ান কিক বক্সিং ও বক্সিংকে বিশ্বের সবচেয়ে বড় মার্শাল আর্ট হিসেবে গণ্য করা হয়ে থাকে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img