হোমPlot1নেশামুক্তির পথ দেখাচ্ছেন এক সময়ের মাদকাসক্তরা

নেশামুক্তির পথ দেখাচ্ছেন এক সময়ের মাদকাসক্তরা

নেশামুক্তির পথ দেখাচ্ছেন এক সময়ের মাদকাসক্তরা

কোনওরকম ওষুধ প্রয়োগ নয়, পারস্পরিক কথোপকথন, মত বিনিময়, আলাপ-আলোচনার মাধ্যমে মাদকাসক্তি থেকে মুক্তি। এই কাজটি যাঁরা করে চলেছেন, তাঁরা কোনও বিশেষজ্ঞ নন, এক সময়ে তাঁরা ছিলেন চরম মাদকাসক্ত। ‘কলকাতা নারকোটিকস অ্যানোনিমাস’ নামের সংগঠনের মাধ্যমে তাঁরা নেশাগ্রস্ত ব্যক্তির কাছে পৌঁছনোর চেষ্টা করছেন।

নিজেদের মাদকাসক্ত জীবনের কথা শোনাতে বৃহস্পতিবার (২২ জুন) কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ঋষি, সুরতরা (নাম পরিবর্তিত)। কীভাবে তাঁরা নেশায় জড়িয়ে পড়েছিলেন, কীভাবে স্বেচ্ছাসেবী সংস্থা নারকোটিকস অ্যানালিসিস তাঁদের সুস্থ জীবনে ফিরিয়ে এনেছে, তা সবিস্তারে তুলে ধরেন তাঁরা।

কীভাবে কাজ করে এন এ বা নারকোটিকস অ্যানালিসিস?
এন এ-র মূল ভিত্তি হল গ্রুপ মিটিং, যেখানে মাদকাসক্তরা পরস্পরের সঙ্গে মিলিত হন এবং তাঁদের নেশামুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেন এক সময়ের মাদকাসক্তরা। যাঁরাই নেশাগ্রস্ত জীবনের বিভীষিকা থেকে নিজেদের মুক্ত করতে চান, তাঁরাই এর সঙ্গে যুক্ত হতে পারেন। এর সঙ্গে যুক্ত হতে কোনও আর্থিক দায়ভারও বহন করতে হয় না।

১৯৫৩ সালে আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আত্মপ্রকাশ করেছিল নারকোটিকস অ্যানালিসিস। আর কলকাতায় এর প্রথম মিটিং হয়েছিল ১৯৮৮তে। কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ৭৫টি সাপ্তাহিক নেশামুক্তি বৈঠক হয়েছে।

শুধুমাত্র বৈঠক নয়, হাসপাতাল এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও নেশামুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পাঠ দিয়ে থাকেন এর সদস্যরা। রয়েছে হেল্পলাইনের ব্যবস্থাও। হেল্পলাইন নম্বরটি হল, 98362-23071. এছাড়া যে কোনও তথ্যের জন্য info@nakolkata.org-এ যোগাযোগ করা যেতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img