হোমকলকাতাKolkata : দাঁড়িয়ে বর্ষার জল, ম্যানহোলের ভিতরে মিলল বালির বস্তা, লেপ,...

Kolkata : দাঁড়িয়ে বর্ষার জল, ম্যানহোলের ভিতরে মিলল বালির বস্তা, লেপ, তোষক

Kolkata : দাঁড়িয়ে বর্ষার জল, ম্যানহোলের ভিতরে মিলল বালির বস্তা, লেপ, তোষক

বৃষ্টির পর ২ দিন কেটে গেলেও কলকাতার বিভিন্ন এলাকা এখনও জলে ভাসছে। এর মধ্যেই রবিবার
ম্যানহোলে মিলল বালির বস্তা, ইট, লেপ তোষক। ড্রেন থেকে এগুলি উদ্ধার করেছেন কলকাতা পুরসভার ডুবুরিরা।

বৃহস্পতি ও শুক্রবারের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতা পুর এলাকার বিস্তীর্ণ অংশ।বেশিরভাগ এলাকায় জল তাড়াতাড়ি নেমে গেলেও, বহু জায়গা এখনও জলের তলায়।

পুরসভার ১৫ নম্বর বোরোয় একটু বৃষ্টিতেই জল জমে যাচ্ছিল। দীর্ঘ সময় সেই জল সরছিল না। এভাবে জল দাঁড়িয়ে থাকার খুঁজে পাচ্ছিলেন না পুরসভার নিকাশি বিভাগের কর্তারা।

রবিবার কলকাতা পুরসভার 80 নম্বর ওয়ার্ড এবং মহেশতলা পুরসভার এক নম্বর ওয়ার্ড সংলগ্ন রামনগরের টি জি রোডের একাধিক জায়গায় ম্যানহোল খুলে ডুবুরি নামানো হয়। সেখানে একটি ম্যানহোলের ভিতর মিলেছে ১৬টি বালির বস্তা। অন্য আরেকটি ম্যানহোল থেকে উদ্ধার হয়েছে লেপ, তোষক, বালিশ। আর সব জায়গাতেই মিলেছে অজস্র ইঁট।

পুরসভার ডুবুরি শহিদুল মোল্লা বলেন, “ভিতরে দু’ফুট মত পাইপের সমান জিনিসপত্র জমেছিল।”

জল জমে থাকা এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে সাংঘাতিক তথ্য উঠে আসে। কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর অন্যতম সদস্য তারক সিং বলেন, “আমরা লক্ষ্য করি, কিছু নির্দিষ্ট এলাকায় জল নামছে না। কারণ খুঁজতে গিয়ে আমরা অবাক হয়ে যায়। আমি চেয়ারম্যানের কাছে রিপোর্ট জমা দেব। তারপর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা এসব করেছে তাদের ধরতে পারলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img