বাংলায় লোকাল ট্রেন চালু নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকার যে এখনই লোকাল ট্রেন চালু করার কথা ভাবছে না, এদিন তা আবার জানিয়ে দেন মমতা। তিনি জানান, গ্রামাঞ্চলে ৫০ শতাংশ মানুষকে ভ্যাকসিন (Vaccine) দেওয়ার কাজ শেষ হল, তবেই লোকাল ট্রেন চালুর অনুমতি দেবে রাজ্য।
মমতা জানান, “এই রাজ্যে ১৪ কোটি টিকার ডোজ প্রয়োজন। কিন্তু বাংলায় এখনও টিকা দেওয়া মানুষের সংখ্যা ৪ কোটি ছাড়ায়নি।” কেন্দ্রের কাছ টিকা না পাওয়ার কারণেই এই সমস্যা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মমতা জানান, “তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা রেখেই এখনই লোকাল ট্রেনের অনুমতি দিচ্ছে না রাজ্য। ভিড় ট্রেনে বাবা-মা বা তাঁদের কেউ ট্রেনে যাতায়াত করলে, সন্তানও সংক্রমিত হতে পারেন।”