হোমPlot1Big Breaking : নবান্নে ফিরছেন মমতাই, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Big Breaking : নবান্নে ফিরছেন মমতাই, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Big Breaking : নবান্নে ফিরছেন মমতাই, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

বাংলায় ফের ক্ষমতায় ফিরছে তৃণমূলই। বৃহস্পতিবার ৮ দফার ভোট শেষে বুথ ফেরত এমনই ইঙ্গিত মিলেছে।

1.টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় তৃণমূল ১৫৮টি আসন, বিজেপি ১১৫টি এবং জোট পেতে পারে ১৯টি আসন।

2.এবিপি-সি ভোটার বুথফেরত সমীক্ষায় তৃণমূল কংগ্রেস ১৫২-১৬৪ টি, বিজেপি ১০৯-১২১টি এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪-২৫ টি আসন।

3.২৯২ টি বিধানসভা কেন্দ্রের ৮৫,০০০ জনের সঙ্গে কথা বলা হয়েছে। ৪২ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল। বিজেপি ৩৯ শতাংশ, আর সংযুক্ত মোর্চা পেতে পারে ১৫ শতাংশ ভোট।

4.রিপাবলিক-সিএনএক্স বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল ১২৮-১৩৮টি, বিজেপি ১৩৮-১৪৮টি আসন এবং ১১-২১টি আসন পেতে পারে মোর্চা।

5.গ্রাউন্ড রিসার্চের বুথফেরত সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫৭-১৮৫টি আসন। বিজেপি পেতে পারে ৯৬-১২৫ টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ৮-১৬ আসন।

6.টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল ১৪২-১৫২টি, বিজেপি ১২৫-১৩৫টি এবং সংযুক্ত মোর্চা ১৬-২৬টি আসন পেতে পারে।

7.পোলস্টারের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ১৪২-১৫২টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি ১২৫-১৩৫ টি আসন পেতে পারে। ১৬-২৬টি আসন পেতে পারে সংযুক্ত মোর্চা।

8.জন কি বাত-এর সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১০৪-১২১টি আসন। বিজেপি ১৬২-১৮৫টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ৩-৯টি আসন।

9.P-MARQ-এর সমীক্ষায় তৃণমূল ১৫২-১৭২টি, বিজেপি ১১২-১৩২ এবং সংযুক্ত মোর্চা ১০-২০টি আসন পেতে পারে।

10.ইন্ডিয়া টিভির সমীক্ষায় বিজেপি ১৭৩-১৯২টি, তৃণমূল ৬৪-৮৮টি এবং সংযুক্ত মোর্চা ৭-১২টি আসন পেতে পারে।

11.পোল স্ট্র্যাট-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল ১৪২-১৫২টি, বিজেপি ১২৫-১৩৫ এবং সংযুক্ত মোর্চা ১৬-২৬টি আসন পেতে পারে।

12.ইটিজি রিসার্চের বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল ১৬৪-১৭৬টি, বিজেপি ১০৫-১১৫টি এবং সংযুক্ত মোর্চা ১০-১৫টি আসন পেতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img