হোমUncategorizedঅতিমারীতে স্বাদ ও স্বাস্থ্যে নজর, ৫ রকমের মশলা নিয়ে এল JK

অতিমারীতে স্বাদ ও স্বাস্থ্যে নজর, ৫ রকমের মশলা নিয়ে এল JK

অতিমারীতে স্বাদ ও স্বাস্থ্যে নজর, ৫ রকমের মশলা নিয়ে এল JK

অতিমারীর সময়ে স্বাদের সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর। এবার বাজারে পাঁচ রকমের গুঁড়ো ও বাটার মশলা নিয়ে এল ভারতের প্রথমসারির জে কে।

এই নতুন প্রোডাক্টগুলো হলো জে.কে. বার্ন্ট গার্লিক সিজনিং, জে.কে. ব্ল্যাক সল্ট, জে.কে. হিমালয়ান পিঙ্ক সল্ট, জে.কে. ইটালিয়ান সিজনিং এবং জে.কে. মালাবার পেপার মিক্স।

অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি আরও দুটি নতুন উৎপাদন হলো জে.কে. পেপার সল্ট মিক্স শেকার এবং জে কে চিলি ফ্লেক্স।

জে কে মশলার ম্যানেজিং ডিরেক্টর অশোক জৈন বলেন, “বাংলায় মরসুমি মশলার চাহিদা বাড়ছে। সেই জন্য আমরাও মরসুমি বাজারে নিজেদের সম্প্রসারণে আগ্রহী। অতিমারীর সময়ে আমাদের নতুন এই প্রোডাক্টগুলি স্বাস্থ্যসম্মত খাবারের চাহিদা পূরণ করবে বলেই আমাদের আশা।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img