হোমUncategorizedপ্রতিভা অন্বেষণে টেকনো ইন্ডিয়ার স্কুলগুলিতে 'দুর্গা উৎসব'

প্রতিভা অন্বেষণে টেকনো ইন্ডিয়ার স্কুলগুলিতে ‘দুর্গা উৎসব’

প্রতিভা অন্বেষণে টেকনো ইন্ডিয়ার স্কুলগুলিতে ‘দুর্গা উৎসব’

করোনাকালে ঘরবন্দি জীবন পড়ুয়াদের জীবনকে এক অন্য খাতে ঠেলে দিয়েছে। তাই একঘেয়েমি দূর করতে উৎসবের প্রাক্কালে নিজেদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে ভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল Techno India Group Public School.

পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের প্রতিভাকে তুলে ধরাই ছিল এর লক্ষ্য। শুক্রবার (৮ অক্টোবর) অনলাইনে নাচ, গান, আঁকা, আবৃত্তি সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল টেকনো ইন্ডিয়া গ্রুপের অধীনে থাকা বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘দুর্গা উৎসব’।

গড়িয়া, আড়িয়াদহ, কোন্নগর, মানকুণ্ডু, সিমলা দেবী পাবলিক স্কুল, গুপ্তিপাড়া, বর্ধমান, বালুরঘাট, টেকনো ইন্ডিয়ার সবকটি স্কুলেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মূল উদ্যোক্তা অধ্যাপিকা মানসী রায় চৌধুরী।

এছাড়া অনলাইন প্রদর্শনী, পড়ুয়া-অভিভাবক লড়াই সহ বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img