হোমরাজ্যমণ্ডপ থেকে মূর্তি, হারিয়ে যাওয়া পটশিল্পের অনন্য শিল্পকর্ম

মণ্ডপ থেকে মূর্তি, হারিয়ে যাওয়া পটশিল্পের অনন্য শিল্পকর্ম

মণ্ডপ থেকে মূর্তি, হারিয়ে যাওয়া পটশিল্পের অনন্য শিল্পকর্ম

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর : বাংলার কৃষ্টি সংষ্কৃতি থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে পট শিল্প। তবে সেই শিল্পকে দুর্গা পুজোর প্যান্ডেল এবং প্রতিমা গড়ার কাজে ব্যবহার করে চমক দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের বিগ বাজেটের নাট্য সংসদ ক্লাবের পুজোর উদ্যোক্তারা।

নাট্য সংসদ ক্লাবের পুজো এবার ৩১তম বর্ষে পদার্পণ করল। এবারের তাদের পুজোর থিম “সবটাই কাল্পনিক “।

উদ্যোক্তাদের দাবি, কাল্পনিক থিম হলেও মূলত পটশিল্পের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে তাদের মন্ডপ। খড়, চালন, কুলো, রুদ্রাক্ষ থেকে মায় গাঁজার কল্কি, মহাদেবের সেই কাল চিত্রকে পট শিল্পের রূপ দেওয়া হচ্ছে। এমনকী মা দুর্গা এবং তাঁর পুত্রকন্যাদেরও পট শিল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, যাবতীয় কোভিডবিধি মেনেই পুজোর আয়োজন চলছে। গতবছর করোনা অতিমারীর জন্য দর্শনার্থীরা সেভাবে মন্ডপে ভিড় করেননি এবার ভ্যাক্সিন দেওয়ায় পরিস্থিতি কিছুটা বদলাবে তাদের আশা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img