সেরা ফুড ব্লগার পুরস্কার পেল (Food Blogger Awards) ক্যানডিড কমিউনিকেশন (Candid Communication) এবং সিধস হসপিটালিটি (Sidd’s Hospitality)। শুক্রবার স্বভূমিতে এক অনুষ্ঠানে দুই সংস্থাকে পুরস্কৃত করা হয়। এ বছর ৫০০-র বেশি নমিনেশন জমা পড়েছিল।
অনুষ্ঠানে Candid Communication-এর ডিরেক্টর পারমিতা ঘোষ বলেন, “সব ক্ষেত্রেই অতিমারীর প্রভাব পড়েছে। তার মধ্যেই কোভিড প্রোটোকল মেনে আমরা সেরার শিরোপা পেয়েছি।”
এ বছর ১৩টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এগুলি হল, Best Food Travel Blog, Most Inspired Weeknight Dinners, Best Food Instagram, Best Drinks Blog, Best Baking & Sweets Blog, Best Style & Design Blog, Food & Culture Blog Awards, Best Food Videos, Best New Food Grammar, Best Photography, The Obsessive Awards: Best Special Interest Blog, Nuveau Food Blogger of the year, Best Storytelling Blog of the year, Lifestyle Fashion & Travel Award.