হোমPlot1রান্নার গ্যাসের দাম কমল ২০০ টাকা, ৫ রাজ্যে ভোটের মুখে সিদ্ধান্ত কেন্দ্রের

রান্নার গ্যাসের দাম কমল ২০০ টাকা, ৫ রাজ্যে ভোটের মুখে সিদ্ধান্ত কেন্দ্রের

রান্নার গ্যাসের দাম কমল ২০০ টাকা, ৫ রাজ্যে ভোটের মুখে সিদ্ধান্ত কেন্দ্রের

রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোটের মুখে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২০০ টাকা কমিয়ে দিল মোদি সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা কমছে।

নির্মলা জানিয়েছেন, রাখি এবং ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানো হচ্ছে। সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর নতুন করে আরও ৭৩ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনার কথা জানিয়েছেন।

দিল্লিতে এখন ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা। মুম্বইয়ে ১,১০২.৫০ টাকা। চেন্নাইয়ে ১,১১৮.৫০ টাকা, কলকাতায় ১,১২৯ টাকা। ২০০ টাকা দাম কমায় এই রাজ্যের গ্রাহকরা ৯২৭ টাকায়  একটি সিলিন্ডার কিনতে পারবেন।

চলতি বছরের শেষদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গনা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সে কারণেই তড়িঘড়ি রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

২০১৬ সালের ১ মে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেন। এই প্রকল্পের আওতায় দারিদ্র্যসীমার নীচে থাকা মহিলাদের পাঁচ কোটি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। সেই প্রকল্পের আওতায় এ বার প্রতি সিলিন্ডারে ৪০০ টাকা ভর্তুকি পাবে গরিব পরিবারগুলি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img