হোমPlot1শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে বাড়ল মহিলা বগির সংখ্যা

শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে বাড়ল মহিলা বগির সংখ্যা

শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে বাড়ল মহিলা বগির সংখ্যা

মহিলা যাত্রীদের ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে শহরতলীর লোকাল ট্রেনগুলিতে বাড়ানো হল মহিলা বগির সংখ্যা। বর্তমানে লোকাল ট্রেনগুলিতে ২টি করে মহিলা কোচ রয়েছে। এখন তা বাড়িয়ে ৩ করা হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত নতুন ট্রেনগুলিতে (আইসিএফ) এই ব্যবস্থা চালু করা হয়েছে। এরপর ধাপে ধাপে পুরনো ট্রেনগুলিকেও এই ব্যবস্থার আওতায় আনা হবে।

এখন প্রতিটি ট্রেনে সামনে ও পিছনের দিক থেকে দ্বিতীয় বগিটি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। রেল সূত্রে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় সামনে ও পিছনের দিক থেকে তৃতীয় বগিটির একটি অংশ  মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। অর্থাৎ ভেন্ডার বগির বাকি অংশটি মহিলাদের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে রেল।

আগে ৯ বগির ইএমইউ লোকাল ট্রেনগুলিতে ২টি মহিলা কোচ ছিল। মহিলা যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নতুন ১২ বগির ইএমইউ ট্রেনে এবার থেকে ৩টি মহিলা কোচ সংযুক্ত করা হল। বর্তমানে শিয়ালদহ ডিভিশনে ৩০টির মতো নতুন ট্রেন রয়েছে।

দিনের ব্যস্ত সময়ে ট্রেনগুলিতে প্রতিটি রেকে প্রায় ৩ হাজারের মতো যাত্রী যাতায়াত করেন।  মহিলা যাত্রীদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। তাই মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই বগি বাড়ানোর এই সিদ্ধান্ত বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহে প্রতিদিন ১৫-১৮ লক্ষের মতো যাত্রী যাতায়াত করেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img