হোমবিনোদনচারটি ভিন্ন আঙ্গিকের অ্যালবাম বাজারে আনল মিউজিক ২০০০

চারটি ভিন্ন আঙ্গিকের অ্যালবাম বাজারে আনল মিউজিক ২০০০

চারটি ভিন্ন আঙ্গিকের অ্যালবাম বাজারে আনল মিউজিক ২০০০

চারটি ভিন্ন ধরনের মিউজিক অ্যালবাম বাজারে এল। বুধবার কলকাতা প্রেস ক্লাবে মিউজিক ২০০০-এর এই অ্যালবামের উদ্বোধন হল। ‘গানে গানে অলীক আলাপ’ অ্যালবামটিতে রয়েছে তিন শিল্পীর গান। এঁরা হলেন রত্না মিত্র, মহুয়া শূর এবং শুভেন্দু তালুকদার।

‘প্রেমের রঙে রবীন্দ্রনাথ’ অ্যালবামে রয়েছে বাচিক শিল্পী সাধনা রায়ের আবৃত্তি। আর শুভ্রজিৎ আদকের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত।

‘শ্রাবণ মেঘে নীরব প্রেমে’ অ্যালবামে রয়েছেন দুই শিল্পী স্বরূপ পাল ও সাধনা রায়।

আর ‘মঙ্গল ভবনে’ অ্যালবামটিতে রয়েছে শিল্পী মহুয়া শূরের কণ্ঠে ভক্তি গীতি।

অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীতশিল্পী অলক রায়চৌধুরী, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, শিল্পী স্বরূপ পাল, আবৃত্তিকার কাজল শূর। সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img