যোগ-ভক্তি মার্গের সিদ্ধ সাধক পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ক্ষেত্র কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে আজ পালিত হলো তাঁর ৯৯তম তিরোধান তিথি। সকালে ছিল মঠের আবাসিক ছাত্রদের প্রাত্যহিক মন্ত্রোচ্চারণ এবং সমবেত প্রার্থনা। পরবর্তী পর্বে ছিল মহর্ষি নগেন্দ্রনাথের বিশেষ পুজো এবং প্রার্থনা। ছিল শ্রদ্ধার্পণ পর্ব এবং অঞ্জলি প্রদান।
সন্ধ্যাকালীন পর্বে ছিল সমবেত প্রার্থনা। এরপর ছিল বক্তব্যে এবং সঙ্গীতে মহর্ষি স্মরণ পর্ব। এই পর্বের প্রধান বক্তা ছিলেন ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়। মহর্ষি নগেন্দ্রনাথ রচিত এবং সুরারোপিত পরমার্থসঙ্গীত পরিবেশনে ছিলেন ড. রবীন্দ্রনাথ কর, রাজা মুখোপাধ্যায় এবং মঠের আবাসিক ছাত্ররা। প্রধান অতিথির আসন অলংকৃত করেন অশোক দত্ত।
এই শ্রদ্ধার্পণ পর্বের সামগ্রিক পরিকল্পনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল এবং শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোস। সহযোগিতায় ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।



