হোমদেশরান্নার গ্যাসের বিকল্প, বাড়িতে ব্যবহারযোগ্য সৌরচুল্লি আনল ইন্ডিয়ান অয়েল

রান্নার গ্যাসের বিকল্প, বাড়িতে ব্যবহারযোগ্য সৌরচুল্লি আনল ইন্ডিয়ান অয়েল

রান্নার গ্যাসের বিকল্প, বাড়িতে ব্যবহারযোগ্য সৌরচুল্লি আনল ইন্ডিয়ান অয়েল

সব ধরনের পরিবেশে বাড়িতে ব্যবহারের উপযোগী সৌর চুল্লি নিয়ে এল ইন্ডিয়ান অয়েল। বুধবার দিল্লিতে “সূর্য নতুন” (Surya Nutan) নামের এই সৌরচুল্লি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী। ফরিদাবাদে ইন্ডিয়ান অয়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এটি তৈরি করা হয়েছে।

নতুন প্রযুক্তির এই সৌরচুল্লির বৈশিষ্টগুলি হল:
১. এটি রান্নাঘরে রেখে ব্যবহার করা যাবে এবং সূর্যের আলো না থাকলে, বিদ্যুতের সাহায্যে চার্জ করা যাবে।
২. সব ধরনের আবহাওয়ায় এটি ব্যবহারযোগ্য। বর্ষাকালে কিংবা শীতের সময় হালকা রোদেও এতে রান্না যাবে।
৩. তিনটি ভিন্ন ধরনের মডেলে এটি পাওয়া। এর মধ্যে প্রিমিয়াম মডেলে সব রকমের খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার) রান্না করা যাবে।
৪. এই সৌরচুল্লিতে মডিউলার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকারের করা যেতে পারে।
৫. এর রক্ষণাবেক্ষণের খরচ নেই বললেই চলে। আর চলবে দীর্ঘদিন।

প্রাথমিকভাবে সবচেয়ে কম দামের মডেলটি মিলবে ১২ হাজার টাকায়। সবচেয়ে দামি মডেলটির মূল্য দা়ঁড়াবে ২৩ হাজারের মত। তবে এই দাম ক্রমশ কমে ১২ থেকে ১৪ হাজারে নেমে আসবে বলে মনে করা হচ্ছে।

যে সব বাড়িতে বছরে ৬ থেকে ৮টি গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়, দেড় বছরের মধ্যেই সৌরচুল্লি কেনার খরচ উঠে আসবে।

বর্তমানে রান্নার গ্যাসের ৫০ শতাংশ ভারতকে আমদানি করতে হয়। সৌরচুল্লির ব্যবহার বাড়লে, গ্যাস আমদানির খরচ অনেকটাই কমে আসবে বলে মনে করছে পেট্রোলিয়াম মন্ত্রক।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img