হোমরাজ্যলক্ষ্য গ্রাম-বাংলার বাজার, অ্যামাজন-ফ্লিপকার্টকে চ্যালেঞ্জ জানাতে এল "Original kart"

লক্ষ্য গ্রাম-বাংলার বাজার, অ্যামাজন-ফ্লিপকার্টকে চ্যালেঞ্জ জানাতে এল “Original kart”

লক্ষ্য গ্রাম-বাংলার বাজার, অ্যামাজন-ফ্লিপকার্টকে চ্যালেঞ্জ জানাতে এল “Original kart”

আমাজন, ফ্লিপকার্টের মতো শহর-কেন্দ্রিক ব্যবস্থা নয়, বরং ব্যতিক্রমী পথে হেঁটে গ্রাম-বাংলার প্রত্যন্ত এলাকায় পণ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ। সেই লক্ষ্যে এবার আত্মপ্রকাশ করল নতুন ই-বাণিজ্য সংস্থা “Original kart”.

জেলা শহর, ব্লক, মহকুমা স্তর থেকে গ্রামীণ এলাকায় সব ধরনের ক্রেতার কাছে বিভিন্ন ধরনের সামগ্রী সরবরাহ করবে নয়া এই ই-প্ল্যাটফর্ম।

এদের তালিকায় রয়েছে মুদিখানার জিনিসপত্র, ফল, সবজি, মাছ, মাংস, ডেয়ারি, রেডিমেড খাবার, ওষুধ এবং মদ।

“Original kart”-এর সিইও সুগত বিশ্বাস জানিয়েছেন, শুধু মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়া নয়, গ্রাম-বাংলার ছোট ছোট ব্যবসায়ীরাও তাঁদের সংস্থার মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ ঘটাতে পারবেন। শুধু তাই নয়, গ্রামাঞ্চলের অনেক উৎপাদিত সামগ্রীও যাতে পরিচিতি পায়, সে চেষ্টাও চালাবে Original kart”। সেই লক্ষ্যে স্থানীয়ভাবে ছোট ছোট সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধবে তাঁদের প্রতিষ্ঠান, জানালেন সুদীপ্তবাবু।

তাঁর কথায়, এর জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়তি অর্থ খরচ করতে হবে না। তাঁদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেই ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে পারবেন।

গোটা ভারতে বর্তমানে প্রায় ১৯ হাজারের মতো ই-কমার্স সংস্থা রয়েছে। এর মধ্যে “Original kart”-এর মতো কেউ এভাবে গ্রামীণ এলাকার কথা ভাবেনি বলে দাবি করেছেন সুদীপ্তবাবু।

Original kart”-এর সিইও জানিয়েছেন, পিন কোড পিছু একজনকে ফ্রাঞ্চাইজি দেওয়া হবে। ইতিমধ্যে ১০০ জনের সঙ্গে ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়ে গিয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img