হোমPlot1হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো, কী কী সুবিধা মিলবে, কত ভাড়া, রইল কিছু জরুরি তথ্য

হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো, কী কী সুবিধা মিলবে, কত ভাড়া, রইল কিছু জরুরি তথ্য

হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো, কী কী সুবিধা মিলবে, কত ভাড়া, রইল কিছু জরুরি তথ্য

বুধবার (৬ মার্চ) ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি দেশের প্রথম মেট্রো রুট, যা গঙ্গার নীচ দিয়ে গিয়েছে। সূত্রের খবর, উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই এই রুটে পরিষেবা চালু হয়ে যাবে।  আপাতত ১৫ মিনিট অন্তর পরিষেবা মিলবে। সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম এবং শেষ মেট্রো চলতে পারে রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত।

যাত্রী সাধারণের জন্য এখানে কিছু তথ্য দেওয়া হল:
১. গ্রিন লাইন অর্থাৎ, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে থাকা সবকটি স্টেশনের মধ্যে সর্বোচ্চ গেট থাকবে এই হাওড়া স্টেশনেই এবং এটি দেশের গভীরতম মেট্রো স্টেশন। এই স্টেশনটি ৩৫ মিটার গভীরে।

২. স্মার্টকার্ড পাঞ্চ করে বা টোকেনের মাধ্যমে ঢোকার পাশাপাশি কিউ-আর কোড স্ক্যান করেও ঢোকা বা বেরোনোর সুযোগ থাকবে হাওড়া মেট্রো স্টেশনে।    

৩. হাওড়া স্টেশনে রয়েছে মোট ৩২টি গেট। এর মধ্যে ২০টি গেট দ্বিমুখী। দুটি গেট রয়েছে হুইলচেয়ারগামী যাত্রীদের জন্য। বাকি ১২টির মধ্যে ৬টি গেট শুধুমাত্র যাত্রীদের ঢোকা এবং বেরনোর জন্য।

৪. ২০টি গেটের দু’দিকেই পাঞ্চ করা যাবে, সেগুলি যাত্রীদের চাপ বুঝে নিয়ন্ত্রণ করা হবে। স্টেশনে ঢোকার জন্য বেশি ভিড় হয়ে গেলে, সেই গেটগুলিকে তখন প্ল্যাটফর্মের প্রবেশ পথ হিসেবে ব্যবহার করা যাবে। আবার যদি কখনও স্টেশন থেকে বেরনোর জন্য বেশি ভিড় হয়, তখন সেই গেটগুলিকে বেরোনোর জন্য ব্যবহার করা যাবে। 

৫. হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রুটের জন্য খরচ হয়েছে ৪, ৯৬৫ কোটি টাকা।

৬. মেট্রোর তালিকা অনুযায়ী, হাওড়া থেকে হাওড়া ময়দানের ভাড়া পড়বে ৫ টাকা৷ হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেডের ভাড়া ১০ টাকা৷

৭. হাওড়া থেকে এক টিকিটেই এসপ্ল্যানেড নেমে উত্তর দক্ষিণ মেট্রো ধরতে পারবেন যাত্রীরা৷ সেক্ষেত্রে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া এবং দক্ষিণে দক্ষিণে মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ যাওয়ার ভাড়া পড়বে ৩০ টাকা করে৷

৮. হাওড়া থেকে সম্প্রতি চালু হওয়া নিউ গড়িয়া- রুবি রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ৫০ টাকা এবং কবি সুকান্ত, যতীন্দ্রনাথ নন্দী স্টেশনের ভাড়া পড়বে ৪০ টাকা করে৷ সত্যজিৎ রায় স্টেশনে যাওয়ার খরচ পড়বে ৩৫ টাকা৷

৯. হাওড়া থেকে ২৫ টাকার টিকিটে উত্তরে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার এবং দক্ষিণে নেতাজি, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যাওয়া যাবে।

১০. হাওড়া থেকে শোভাবাজার-সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধি রোড, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্কের ভাড়া পড়বে ২০ টাকা করে৷

১১. হাওড়া থেকে সেন্ট্রাল, পার্ক স্ট্রিট, চাঁদনি চক, ময়দান পর্যন্ত যাওয়ার ভাড়া পড়বে মাত্র ১৫ টাকা করে৷ হাওড়া থেকে দমদম ক্যান্টমেন্ট যাতায়াতের ভাড়া পড়বে ৪০ টাকা৷

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img