কৃষ্ণনগর থেকে ফেরার পথে শনিবার কৃষ্ণনগর স্টেশনে ‘এক স্টেশন এক পণ্য’ স্টলে হাজির হয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মৃৎশিল্পীদের বিভিন্ন ধরনের শিল্পকর্ম দেখে তিনি অভিভূত হয়ে যান রাজ্যপাল।
‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় একটি স্টলে দোকানদারের সঙ্গে একান্ত আলাপচারিতায় রাজ্যপাল জানতে চান, তাঁরা এত সুলভ মূল্যে কীভাবে এইসব সামগ্রী বিক্রয় করেন। কৃষ্ণনগরের মৃৎশিল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজ্যপাল কিছু মৃৎশিল্প সামগ্রীও ক্রয় করেন। এখানকার মৃৎশিল্পীদের তৈরী করা সামগ্রীর জনপ্রিয়তা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন তিনি।
পূর্ব রেলের মুখ্য গণসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “হঠাৎই রাজ্যপাল কৃষ্ণনগর স্টেশনে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলে হাজির হন এবং নিজেই স্টলে গিয়ে বিক্রেতার সঙ্গে কথাবার্তা বলেন।”