রাজ্যের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিলেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। বুধবার সকালে খাদ্যভবনে তিনি কার্যভার নেন। দায়িত্ব নিয়ে সাংবাদিকদের রথীনবাবু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই তিনি দফতরের কাজকর্ম এগিয়ে নিয়ে যাবেন। মানুষের কাছে রেশনসামগ্রী ঠিকভাবে পৌঁছয়, সেদিকে বিশেষভাবে নজর দেবেন বলে জানান রথীনবাবু।
করোনা আক্রান্ত হওয়ার পর কয়েকদিন আগেই রথীন ঘোষ সুস্থ হয়ে ওঠেন। তবে বাড়িতেই তিনি আইসোলেশনে ছিলেন। সোমবার ভার্চুয়াল মাধ্যমে শপথ নেন।
কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হলেও, তৃণমূল কংগ্রেসে রয়েছেন জন্মলগ্ন থেকেই। ১৯৯৪-এ তিনি মধ্যমগ্রাম পুরসভার কাউন্সিলর হন।
পরপর তিনবার জিতে হ্যাটট্রিক করেছেন রথীনবাবু। এবার তিনি জিতেছেন ৫০ হাজারের বেশি ভোটে। বিধায়ক পদের পাশাপাশি এর আগে তিনি পুরসভার চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। তাঁর হাত ধরেই মধ্যমগ্রামে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হয়েছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল, পানীয় জল প্রকল্প।
আগে খাদ্য দফতরে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাঁকে বনমন্ত্রী করা হয়েছে।