ইংরেজদের ভারতছাড়া করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর তৈরি আজাদ হিন্দ বাহিনী জাপানি সেনার সহযোগিতায় বার্মা ফ্রন্টে (মায়ানমার) ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অভূতপূর্ব সাফল্য অর্জন করে।
ভারতের মূল ভূখণ্ডের উত্তর-পূর্বাঞ্চল মণিপুরে মধ্য দিয়ে বীরোচিত অভিযান চালিয়ে তিনি যে ইতিহাস তৈরি করেছিলেন, তা ঐ অঞ্চল তো বটেই, গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার পুনর্জাগরণে সুদূরপ্রসারী ভূমিকা নিয়েছিল।
ইতিহাস গবেষক ও নেতাজি অনুরাগী বোধিসত্ত্ব তরফদার তাঁর গবেষণায় এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। ঢাকার ইন্টারন্যাশনাল সেন্টার ফর নেতাজি সুভাষ আইডিওলজি (ICNSI), এই গবেষণাপত্রটি নেতাজির ১২৭তম জন্মবার্ষিকীর প্রাক্কালে প্রকাশ করে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বিষয়ে ভারত সরকার, মণিপুর ও পশ্চিমবঙ্গ সরকারকে অবগত করা হয়েছে।
২৩ জানুয়ারি ওড়িষার কটকের ‘নেতাজি-জন্মস্থান জাদুঘরের’ কিউরেটর অরুন্ধতী মিশ্র এই গবেষণা পত্রটি আনুষ্ঠানিক প্রকাশ করেন।
পেশায় একজন ব্যাঙ্ক আধিকারিক বোধিসত্ত্ব তরফদার ভারতের ইতিহাস বিশেষ করে স্বাধীনতা সংগ্রাম ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকার ওপর বেশ কিছু উল্লেখযোগ্য গবেষণামূলক কাজ করেছেন।