“ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার, এসবিআই-কে দেওয়া আপনার তথ্যগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই আপনার অ্যাকাউন্টটি ব্লক করা হল।” আপনার মোবাইলে এ ধরনের কোনও মেসেজ এলে সতর্ক হোন। সেই মেসেজে লেখা থাকতে পারে, অ্যাকাউন্ট চালু রাখতে একটি লিঙ্কও দেওয়া রয়েছে সেই মেসেজে। আর এই লিঙ্কে ক্লিক করলেই বিপদ।
প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-র গ্রাহকদের সতর্ক করে বলেছে, এই ধরনের কোনও মেসেজ পেলে, গ্রাহকরা যেন উত্তর যেন না দেন। ভুল করেও তাঁরা যেন ওই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক না করেন।
এই ধরনের কোনও মেসেজ পেলে, গ্রাহককে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগোযোগ করার পরামর্শ দিয়েছে পিআইবি। গ্রাহকরা রিপোর্ট ডট ফিশিং@এসবিআই ডট কো ডট ইন-এ অভিযোগ জানাতে পারেন।
পিআইবি টুইট করে জানিয়েছে, “আপনার এসবিআই অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, এই ধরনের একটি মেসেজ ঘুরছে। এই মেসেজ পুরোপুরি ভুয়ো। এ ধরনের কোনও এসএমএস বা ইমেলের উত্তর দেবেন না। ব্যক্তিগত কোনও তথ্য বা ব্যাঙ্কের কোনও তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।”