হোমকলকাতাউৎসবে যাত্রী ভিড় সামলে নয়া নজির শিয়ালদহ ডিভিশনের

উৎসবে যাত্রী ভিড় সামলে নয়া নজির শিয়ালদহ ডিভিশনের

উৎসবে যাত্রী ভিড় সামলে নয়া নজির শিয়ালদহ ডিভিশনের

এই বছরের মতো উৎসব পর্বের সমাপ্তি। আবার আগামী বছরের অপেক্ষা। তবে দুর্গোৎসব ও কালীপুজোয় অতিরিক্ত ট্রেন চালানো থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার নজির রাখল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ।

অন্যান্য বারের তুলনায় কলকাতা ও শিয়ালদহ স্টেশন থেকে এবার অনেক বেশি সংখ্যক অতিরিক্ত ট্রেন চালানো হয়েছিল। রেল সূত্রে জানা গেছে, গত বছর ৮২টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল। এবার তা বাড়িয়ে ১৪৬ করা হয়। এ বছর গোটা দেশে ১২,০০০ বিশেষ চালানো হয়। গত বছর এই সংখ্যা ছিল ৭,৭২৪টি।

যাত্রীদের ভিড়ের ওপর নজর রাখার জন্য এবার বিশেষ নজরদারি ব্যবস্থা রাখা হয়েছিল। এবার ২২০০টি নজরদারি ক্যামেরা বা সিসিটিভি-র মাধ্যমে সমস্ত স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করা হয়।

ভিড়ের কথা মাথায় রেখে যাত্রীদের ঢোকা ও বেরনোর জন্য আলাদা পথ তৈরি করা হয়েছিল। পাশাপাশি যাত্রীদের ট্রেনে ওঠানামার সময় ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল আরপিএফ।

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, এবার তাঁদের নজর হল, ছট পুজোর সময় যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত সুনিশ্চিত করা। সেইসঙ্গে তিনি আরও বলেন, দক্ষ ব্যবস্থাপনা, বিশেষ ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তিকে হাতিয়ার করে এবারের উৎসবের মরসুমে যাত্রীদের চাপ সামাল দেওয়া সম্ভব হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img