এ বছরের ধনতেরাসে সেনকো গোল্ড এবং ডায়মন্ডস ১ গ্রাম থেকে ২০০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ধরনের সংগ্রহ এবং ডিজাইন নিয়ে এসেছে। উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে শগুন কালেকশনের অধীনে ১ লাখ থেকে শুরু করে ব্রাইডাল ডিজাইন সহ বিভিন্ন ডিজাইন ও অলঙ্কারের সম্ভার নিয়ে এসেছে এই সংস্থা। শগুন কালেকশন হল সমসাময়িক হাল্কা ওজন থেকে শুরু করে রাজকীয় ঐতিহ্যবাহী ডিজাইনের সব অনুষ্ঠানের উপযোগী নজরকাড়া সম্ভার।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর বিপণন ও ডিজাইন বিভাগের প্রধান এবং ডিরেক্টর জয়িতা সেন বলেন, “ধনতেরাস হল সমৃদ্ধি, সম্পদ সৃষ্টির উৎসব। এই শুভ মুহূর্তটির কথা মাথায় রেখে আমরা মা লক্ষ্মীর প্রতিনিধি হিসেবে পদ্মকেই তুলে ধরেছি। আধুনিক নারীর মননশীলতা এবং ঐতিহ্যকে সামনে রেখে তৈরি করা এই গয়না হালকা ওজনের, সেইসঙ্গে পকেট বান্ধব।”
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর এমডি এবং সিইও শুভঙ্কর সেন বলেন, “উৎসাহী গ্রাহকদের ধনতেরাস কেনাকাটা করার অভিজ্ঞতাকে উদ্যাপন করতে এবং বাড়ানোর জন্য সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ১৮ অক্টোবর, ২০২৪ থেকে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত শোরুমে আকর্ষণীয় অফার দেওযা হচ্ছে। সোনার জুয়েলারি মেকিং চার্জের উপর ৪৫০ টাকা (প্রতি গ্রাম) ছাড়, হিরের মূল্যে ১০ শতাংশ পর্যন্ত ছাড় এবং হিরের গয়না তৈরির চার্জে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় এবং পুরনো সোনার বিনিময়ে ০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পোল্কি গয়নার জন্য ১০ শতাংশ পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গহনার উপর ১৫ শতাংশ পর্যন্ত ছাড়, রূপার গয়না কেনার জন্য ১০ শতাংশ পর্যন্ত ছাড়, এবং রত্নপাথর কেনার উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড়, ৪০,০০০ টাকার ন্যূনতম লেনদেনের জন্য এসবিআই কার্ড ব্যবহার করে সমস্ত কেনাকাটার জন্য কার্ড প্রতি ৭৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এটি ২০২৪-এর ২৫-৩১শে অক্টোবর পর্যন্ত প্রযোজ্য।”
এছাড়াও ক্রয়ের উপর ভিত্তি করে গ্রাহকরা লাকি ড্রয়ের মাধ্যমে জিততে পারেন, যেখানে ৩টি ইভি গাড়ি এবং ১৫টি অ্যাপেল আইফোন ১৬, স্মার্টফোনের বিভিন্ন ইনভয়েস প্রাইস ব্যান্ডের জন্য বিভিন্ন উপহার রয়েছে।