ভোটের জন্য রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ল। এ বছর রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে ৬ মে থেকে। চলবে ২ জুন পর্যন্ত। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লোকসভা ভোটের কারণে গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে।
১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট রয়েছে। সে কারণে ওই তিন জেলায় ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধ থাকছে।
২৬ এপ্রিল, দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে ভোট হবে। সে কারণে ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সমস্ত বন্ধ বিদ্যালয় থাকবে।
ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। তবে গরমের ছুটি শেষ হচ্ছে ২ জুন।