হোমPlot1উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি, পুড়ছে দক্ষিণ, কবে থেকে স্বস্তি, জানিয়ে দিল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি, পুড়ছে দক্ষিণ, কবে থেকে স্বস্তি, জানিয়ে দিল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি, পুড়ছে দক্ষিণ, কবে থেকে স্বস্তি, জানিয়ে দিল হাওয়া অফিস

তীব্র গরমে রাজ্যের দক্ষিণবঙ্গের মানুষের নাভিশ্বাস উঠেছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গ নিয়ে কোনও স্বস্তির বার্তা দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। ৫ এপ্রিল শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা। কলকাতার সঙ্গে দুই ২৪ পরগনায় তাপপ্রবাহ হবে।

বৃহস্পতিবার থেকে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুরা পুরুলিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা। শুক্রবার তাপপ্রবাহ চলবে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুরা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে। শনিবার দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে এবং সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ চলবে।

দক্ষিণবঙ্গে ৬ এপ্রিল শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

তবে উত্তরবঙ্গে প্রতিদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে।

বাংলাদেশের পশ্চিমে নিম্নচাপ তৈরি হওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img