রোগ সারাইয়ের জন্য দিনের পর দিন ওষুধ খেয়েই চলেছেন। অথচ রোগ থেকে মুক্তি মিলছে না। শুধুমাত্র নাভির যত্ন নিলে অনেক রোগকে দূরে রাখা সম্ভব।
১. হঠাৎ ঠাণ্ডা লেগে জ্বর, সঙ্গে সর্দি-কাশি। এ ধরনের সমস্যা হল, অ্যালকোহলে ভেজানো তুলো নাভিতে রাখুন। বিশেষজ্ঞদের মতে, এতে তৎক্ষণাৎ ফল পাবেন।
২. ব্রণ নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই। অথচ নাভিতে নিয়মিত নিম তেল দিলে ব্রণ ও ফুসকুড়ির হাত থেকে রেহাই পাওয়া যায়।
৩. শুকনো ঠোঁট নিয়ে নারীরা প্রায়ই সমস্যায় পড়েন। এর দাওয়াই হল, নাভিতে সরষের তেল দিন। দেখবেন শুকনো ঠোঁটের সমস্যা দ্রুত দূর হবে।
৪. ঋতুকালীন যন্ত্রণায় প্রায়ই মহিলারা কষ্ট পান। তুলোয় ব্র্যান্ডি ভিজিয়ে নাভিতে রাখুন। যন্ত্রণা ও ক্র্যাম্প থেকে স্বস্তি পাবেন।
৫. মুখের সৌন্দর্য নিয়ে যাঁরা সচেতন, তাঁরা খানিকটা অলিভ অয়েল নাভিতে দিন। এতে মুখের সৌন্দর্য ফিরবে। এছাড়া পরিষ্কার মাখন নাভিতে দিলে ত্বক কোমল হয়।
৬. সৌন্দর্য চর্চায়, বিশেষত চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করে থাকি। তবে নাভিতে নারকেল তেল দিলে, ফার্টিলিটি বা প্রজনন শক্তি বাড়ে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তাই নাভি নিয়ে আর হেলাফেলা নয়। নাভি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। মুক্তি মিলবে অনেক রোগ-ব্যাধি থেকে।