হোমPlot1ঘূর্ণিঝড়ের জেরে শিয়ালদহ-হাওড়ায় সোমবার বাতিল ৫২টি ট্রেন, দেখে নিন তালিকা

ঘূর্ণিঝড়ের জেরে শিয়ালদহ-হাওড়ায় সোমবার বাতিল ৫২টি ট্রেন, দেখে নিন তালিকা

ঘূর্ণিঝড়ের জেরে শিয়ালদহ-হাওড়ায় সোমবার বাতিল ৫২টি ট্রেন, দেখে নিন তালিকা

ঘূর্ণিঝড় রেমালের জেরে একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ও হাওড়া শাখায় সোমবার (২৭ মে) ৫২টি ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল থাকছে, তার তালিকা নীচে দেওয়া হল:

দক্ষিণ-পূর্ব রেলের বাতিল ট্রেন:
১) ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস
২) ০৮১৩৫ মেচেদা-দিঘা লোকাল স্পেশাল
৩) ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস
৪) ০৮১৪০ দিঘা-মেচেদা লোকাল স্পেশাল
৫) ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল স্পেশাল
৬) ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল

শিয়ালদা-হাসনাবাদ শাখা:
১) ডাউন ৩৩৫১২: শিয়ালদা থেকে ছাড়ে রাত ৩ টে ৫ মিনিটে।
২) ডাউন ৩৩৫১৪: ভোর ৪ টে ৪৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) আপ ৩৩৫১১: ভোর ৫  টা ২০ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

বারাসত-হাসনাবাদ শাখা:
১) ডাউন ৩৩৩১২: ভোর ৫ টা ১০ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।
২) আপ ৩৩৩১১: ভোর ৪ টে ৩ মিনিটে বারাসত থেকে ছাড়ে।
৩) আপ ৩৩৩১৩: বারাসত থেকে ছাড়ে ভোর ৫ টায়।

লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখা:
১) ডাউন ৩৪৯১৪: লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে ভোর ৪ টে ১২ মিনিটে।
২) ডাউন ৩৪৯১৬: সকাল ৬ টায় লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
৩) আপ ৩৪৯৩৫: রাত ৩ টে ১৫ মিনিটে নামখানা থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৯৩৭: নামখানা থেকে ছাড়ে ভোর ৪ টে ৩৯ মিনিটে (নামখানা-কাকদ্বীপ লোকাল)। ৫) আপ ৩৪৯৮১: ভোর ৫ টায় কাকদ্বীপ থেকে ছাড়ে (কাকদ্বীপ-লক্ষ্মীকান্তপুর লোকাল)।

শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখা:
১) ডাউন ৩৪৭১২: ভোর ৪ টেয় শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৭১৪: শিয়ালদা থেকে ছাড়ে ভোর ৪ টে ৩০ মিনিটে।
৩) ডাউন ৩৪৭১৬: ভোর ৫ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৭১১: রাত ৩ টেয় লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
৫) আপ ৩৪৭১৩: লক্ষ্মীকান্তপুর থেকে রাত ৩ টে ৩৫ মিনিটে ছাড়ে।
৬) আপ ৩৪৭১৫: ভোর ৪ টে ১৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
৭) আপ ৩৪৭১৭: লক্ষ্মীকান্তপুর থেকে ভোর ৪ টে ৪৫ মিনিটে ছাড়ে।

শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখা:
১) ডাউন ৩৪৮১২: রাত ৩ টে ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৮১৪: শিয়ালদা থেকে ছাড়ে ভোর ৪ টে ৪৫ মিনিটে।
৩) ডাউন ৩৪৮১৬: ভোর ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৮১১: রাত ৩ টেয় ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।
৫) আপ ৩৪৮১৩: ডায়মন্ড হারবার থেকে ছাড়ে ভোর ৪ টেয় ।৬) আপ ৩৪৮১৫: ভোর ৪ টে ৪০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।

শিয়ালদা-ক্যানিং শাখা:
১) আপ ৩৪৫১১: রাত ৩ টে ৪৫ মিনিটে ক্যানিং থেকে ছাড়ে।
২) আপ ৩৪৫১৩: ক্যানিং থেকে ছাড়ে ভোর ৪ টে ৩২ মিনিটে।

সোনারপুর-ক্যানিং শাখা:
১) ডাউন ৩৪৩৫২: ভোর ৪ টে ৫০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৩৫৪: সোনারপুর থেকে ছাড়ে ভোর ৫ টা ৩০ মিনিটে।

শিয়ালদা-সোনারপুর শাখা:
১) ডাউন ৩৪৪১২:  শিয়ালদা থেকে ছাড়ে ভোর ৪ টে ১৫ মিনিটে।
২) ডাউন ৩৪৪২৪: সকাল ১০ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ডাউন ৩৪৪২৬: শিয়ালদা থেকে ছাড়ে সকাল ১০ টা ৫৫ মিনিটে।
৪) আপ ৩৪৪১১: সোনারপুর থেকে ছাড়ে ভোর ৪ টে ৪০ মিনিটে।

শিয়ালদা-বজবজ শাখা:
১) ডাউন ৩৪১১২: শিয়ালদা থেকে ছাড়ে রাত ৩ টে ৪৫ মিনিটে।
২) ডাউন ৩৪১১৪: ভোর ৪ টে ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) আপ ৩৪১১১: ভোর ৪ টে ৪৫ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৪) আপ ৩৪১১৩: বজবজ থেকে ছাড়ে ভোর ৫ টা ৪৩ মিনিটে।

শিয়ালদা-বারুইপুর শাখা:
১) ডাউন ৩৪৬১২: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৬১৪: শিয়ালদা থেকে ছাড়ে সকাল ৬ টা ২ মিনিটে।
৩) আপ ৩৪৬১১: সকাল ৬ টা ১৩ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৬১৩: বারুইপুর থেকে ছাড়ে সকাল ৬ টা ৫৮ মিনিটে।

সোনারপুর-বারুইপুর-ডায়মন্ড হারবার শাখা:
১) ডাউন ৩৪৮৮২: সোনারপুর থেকে ছাড়ে ভোর ৪ টে ৫০ মিনিটে।
২) ডাউন ৩৪৮৯২: সকাল ৯ টা ২২ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৩) আপ ৩৪৮৯১: সকাল ৬ টা ১৩ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৮৮১: ডায়মন্ড হারবার থেকে ছাড়ে সকাল ১০ টা ৪৫ মিনিটে।

বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখা:
১) ডাউন ৩৪৩৩৪: সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
২) আপ ৩৪৩৩১: সকাল ৮ টা ২০ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img