প্রায় ৩ বছর রাজ্যে ফের কলেরার হানা। বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অধীন বাগুইআটির জ্যাংরা এলাকার বাসিন্দা প্রবীর সেন নামে ৩৫ বছরের এক যুবক কলেরার সংক্রমণ নিয়ে সোমবার ভোররাতে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে ওঠায় বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
প্রবীরের মলের নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি ব্যাক্টেরিয়ার অস্তিত্ব ধরা পড়েছে। এরই মধ্যে বমি, পেট ব্যথা ও প্রবল ডায়েরিয়ার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার প্রবীরের মা সরস্বতী সেনকেও আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে প্রবীরদের আবাসনে গিয়ে জলের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য আধিকারিকরা।
বেলেঘাটা আইডি সূত্রে জানা গিয়েছে, গত দেড় মাসে সেখানে প্রায় ৫০ কলেরা রোগীর চিকিৎসা হয়েছে। আক্রান্তদের অধিকাংশেরই বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরিমর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যেকেরই সংক্রমণের মাত্রা ছিল মৃদু থেকে মাঝারি ধরনের। তিন থেকে চারদিনের মধ্যে প্রত্যেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন।