হোমPlot1কবে থেকে ফের টানা বৃষ্টি? কবে আসছে বর্ষা? কী স্বস্তির বার্তা দিল...

কবে থেকে ফের টানা বৃষ্টি? কবে আসছে বর্ষা? কী স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস?

কবে থেকে ফের টানা বৃষ্টি? কবে আসছে বর্ষা? কী স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস?

তাপপ্রবাহ নিয়ে ফের সতর্কবার্তার মধ্যেই স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বর্ষার আগমনের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আগামী সপ্তাহে বৃষ্টির কথাও জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে৷ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।  আগামী ৩-৪ দিনে বাংলায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 

রবিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।

সোম ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে,  ৩১ মে থেকে দেশের মূল ভূখণ্ডে ঢুকছে বর্ষা। ১ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কেরালায় প্রবেশ করা কথা।  তার পর ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হবে। সাধারণত ১৫ জুলাইয়ের মধ্যে গোটা দেশেই বর্ষা নামার কথা।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ৩১ মে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, তবে ৪ দিনের হেরফের ঘটতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img