লাগামছাড়া গতিতে বাড়ছে আক্রান্তের সংখাা৷ ৩ লক্ষ ছাড়িয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে৷ সারা পৃথিবীতে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে তার মধ্যে আমেরিকা তে মৃত ৮১০০৷ গত চব্বিশ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৩৫৬৫, এর আগে ২৪ ঘণ্টায় মৃত্যু ছিল ২৯৩৫৷ ইতালিতে মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ১৫,৩৬২৷ স্পেনে মৃত্যুর সংখ্য ১১, ৭৪৪৷
সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ১.১ মিলিয়ন ৷ এদিকে কীভাবে এই মারণ ভাইরাসের ত্রাস কমানো সম্ভব তা নিয়ে চলছে প্রতিনিয়ন গবেষণা ৷ তবে ইউরোপ ও আমেরিকা ভয় দেখালেও বেশ কিছু দেশ ইতিমধ্যেই করোনার ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছে ৷ এই তালিকায় রয়েছে কানাডা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া , আইসল্যান্ড ৷ এই সমস্ত দেশগুলিতে করোনা আক্রান্তের কার্ভ পিক করা থেকে ফ্ল্যাট হয়েছে ৷