হোমঅন্যান্যশ্রী জগন্নাথ লীলা মহিমা : পর্ব - ১৯ - সুন্দর অলঙ্কার

শ্রী জগন্নাথ লীলা মহিমা : পর্ব – ১৯ – সুন্দর অলঙ্কার

শ্রী জগন্নাথ লীলা মহিমা : পর্ব – ১৯ – সুন্দর অলঙ্কার

সঞ্জয় বসাক, জগন্নাথ ভক্ত

শ্রীধাম মায়াপুরের নিকটতম রাজাপুর জগন্নাথ মন্দিরের দায়িত্বভার সমর্পণের কয়েক বছর পর এখানে একটি ভক্ত পরিবার এসে বাস করতে থাকে। পিতার নাম ছিল সাধনসিদ্ধি প্রভু। একদিন তার ছোট ছেলে ডালিম খুব বিচলিত ভাবে কাঁদতে কাঁদতে দৌড়ে এল।
মা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে কাঁদছ কেন?

তাকে শান্ত করার পর সে তাকে বলল, “আমি মন্দিরে গিয়েছিলাম। সেখানে দেখলাম, সুভদ্রা দেবী তার পোশাকে একটি সুন্দর অলঙ্কার পরে রয়েছেন। আমি ওটা নিতে চেয়েছিলাম, সে জন্য ভিতরে গেলাম ওটা নেওয়ার জন্য। কিন্তু আমি যেই সুভদ্রাদেবীর পোশাক থেকে ওটা খুলে নিতে গেছি, তখন…”

সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে বলল, “আর শ্রীবলরাম হঠাৎ তাঁর বাহুটি ঘুরিয়ে আমার গালে চড় মারলেন এবং আমাকে ধাক্কা মেরে ঘরের বাইরে পাঠিয়ে দিলেন, আমি ডিগবাজি খেয়ে বাইরে ছিটকে পড়েছি।”

এভাবে রাজাপুর ধামে অপূর্ব সব লীলা চলছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img