বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা এর আগেও দেশের মানুষের কাছে অনুরোধ জানিয়েছিলেন, সরকারের নির্দেশিত সব নিয়ম মেনে চলার। মঙ্গলবার নতুন করে দেশ জুড়ে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরই বাকি ক্রিকেটারদের মতই টুইট করে মোদির দেখানো পথে চলার আর্জি জানিয়েছিলেন তিনি।
এ বার ৫১ সেকেন্ডের ভিডিও পোস্ট করলেন বিরাট কোহলি। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘‘এটা পরীক্ষার সময় আমাদের এবং একসঙ্গে দাঁড়ান, দয়া করে। সবার কাছে অনুরোধ।” ভিডিওতে তিনি মোদির দেওয়া নতুন গাইডলাইন মেনে চলার অনুরোধ করেছেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য।
লকডাউন নিয়েও খুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেন, ‘‘আমার মনে হয় বতর্মান পরিস্থিতিতে এটাই সেরা বিকল্প। কিছু জিনিস কারও নিয়ন্ত্রণে থাকে না। সরকার ও স্বাস্থ্য মন্ত্রকের তরফে যা নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সেটা মেনে চলতে হবে। এটাই গোটা বিশ্বে চলছে।”
মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই তিনি জানান মঙ্গলবার রাত ১২টা থেকে গোটা দেশে পুরোপুরি লকডাউন রাখা হবে ২১ দিন পর্যন্ত।