হোমসাহিত্য-সংস্কৃতিঅন্নপূর্ণা পুজো

অন্নপূর্ণা পুজো

অন্নপূর্ণা পুজো

দীপঙ্কর দে

দুগগা.. তুই আজ কোথায় গেলি
আসবি না এবার ঘরে?
হাতে নিয়ে রঙ তুলি আর রাঙা চেলি,
কুমোর বিলাপ করে..।

মনটা বেজায় খারাপ এখন
দেখি শুকনো কাঠামো তোর..
জাগিয়ে তোল মা,ওই ত্রিনয়ন
আসতে নতুন দিনের ভোর।

বায়না এবার আসলো না তো
হলো না তোর মুর্তি গড়া
হাত জোরে মা বলছি কতো..
কাটবে কবে এমন জড়া?

মহামারীর কবলে আজ
পরেছে গোটা দেশ
দশ হাতের অস্ত্র সাজ
কোথায় গেল মা,শেষমেস..

আশায় থাকি, করব জয়
বাজবে আবার ঢাকের বাদ্যি
দূরে সরিয়ে আতংক ভয়
তোকে হারাবে কার সাদ্ধি

এবার মাগো মুখটি তোল্
পায়ে প’রি তোর, ওরে সম্পূর্না
তোর পুজোয় রাখি, মোর হৃদয়কমল
তুই যে সবার সেই বাসন্তি অন্নপূর্ণা।

Senior Sub Assistant Engineer- Electrical, Nakashipara Division,WBSEDCL

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img