শনিবার প্রকাশ্যে এল সলমন খানের ইদ স্পেশ্যাল ‘রাধে… ‘ -এর পোস্টার। পোস্টার প্রকাশ্যে এনেছেন ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ। সেখানে কালো টি-শার্ট, চোখে রোদ চশমায় এখনও চমকাচ্ছেন সলমন খান। মুখ-চোখে রাগী যুবকের ছাপ। সলমনের নয়া অবতারে ফের ফিদা অনুরাগী এবং অনুরাগিনীরা। তরণ ক্যাপশনে লিখেছেন “ছবির কাজ শুরু হলেও মুক্তির দিন ঠিক হয়নি। অবশেষে সেই সমস্যাও মিটল।
আগামী ইদ, ২২ মে আসছে রাধে। যশরাজ ব্যানারে ছবিটি সেদিন মুক্তি পাবে বিশ্বের সর্বত্র। পরিচালক প্রভুদেবা। এই নিয়ে সলমন-প্রভুদেবা জুটি ওয়ান্টেড, দাবাং ৩-এর পর আগামী ছবি নিয়ে তিনটি ছবিতে একসঙ্গে কাজ করলেন।”
ছবির কথা ঘোষণা হওয়ার পরেই এক সাক্ষাৎকারে প্রভুদেবা জানান, ‘রাধে’ নামটি সলমন-ভক্তদের কাছে খুবই পরিচিত। ‘তেরে নাম’ ছবির সৌজন্যে। কিন্তু এই ছবিতে রাধে এবং সলমন এক হলেও চরিত্র একদম আলাদা। সেটা ছবি দেখলেই বোঝা যাবে।