হোমআন্তর্জাতিকআবারও চিন, করোনার পর এবার হানা হান্টা ভাইরাসের, মৃত ১

আবারও চিন, করোনার পর এবার হানা হান্টা ভাইরাসের, মৃত ১

আবারও চিন, করোনার পর এবার হানা হান্টা ভাইরাসের, মৃত ১

করোনাভাইরাসের পর হান্টাভাইরাসের হানা চিনে। একজন মানুষ সোমবার বাসে করে ফেরার পথে চিনে এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান। এরপর আরও ৩২ জনের পরীক্ষা করা হয়েছে তাদের এই ভাইরাস আছে কিনা, সেটা পরীক্ষা করে দেখার জন্য।

এই মৃত্যুর পরেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তাহলে কী ফের কোনও মারণ ভাইরাস চলে এল! এবার দেখে নেওয়া যায় এই হান্টাভাইরাস কীভাবে ছড়ায়। ইঁদুরের মতো রডেন্টের সঙ্গে সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়াতে পারে।সুস্থ মানুষকে নিমেষে কাবু করার ক্ষমতা রাখে এই ভাইরাস।

তবে মানুষ থেকে মানুষে এটি ছড়ায় না। তবে রডেন্টের মল, মূত্র বা বাসার সংস্পর্শে আসার পর আপনি যদি নিজের হাত, নাক বা মুখ ধরেন, তাহলে হান্টাভাইরাস হতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img